
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরছে অটোমোবাইল, এগ্রো-মেশিনারি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাত। এই খাতগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ ঢাকায় তেজগাঁওয়ে ‘Automobiles and Agro-Machinery Fair 2025-Road to Made in Bangladesh’ শীর্ষক দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, এই ধরনের মেলার আয়োজন বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াবে এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনার সুযোগ তৈরি করবে। বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য হলো ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তিগত পরিবর্তন, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, শিল্প সমৃদ্ধ দেশ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মূল প্রবন্ধ উপস্থাপক ড. এম মাসরুর রিয়াজ তার বক্তব্যে তথ্য ও উপাত্ত দিয়ে অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। মেলা উদ্বোধনের পর শিল্প উপদেষ্টা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।