
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো এই আগ্রহের কথা জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ তৌহিদুল ইসলামের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর।
বৈঠকে রাষ্ট্রদূত উল্লেখ করেন, বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত শুল্কের কারণে বাংলাদেশের জন্য ব্রাজিলের সঙ্গে সরাসরি চুক্তির প্রয়োজনীয়তা বেড়েছে বলে জানান তিনি।
রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক শুল্ক হ্রাস, ব্যাংকিং চ্যালেঞ্জ যেমন এলসি খোলায় জটিলতা, এবং বিনিয়োগ বাড়াতে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির খসড়া প্রস্তাব ব্রাজিলের কাছে উপস্থাপন করেন।
এই প্রেক্ষিতে গালিপোলো জানান, ব্রাজিল খুব শিগগিরই বাংলাদেশকে একটি সমঝোতা স্মারকের খসড়া পাঠাবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চলতি বছর ঢাকায় অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, “এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এলডিসি পরবর্তী সময়ে বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রাজিলের মতো দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ পাশে থাকলে, সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”