
সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পুনরায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
আজ বিকেলে রাজধানীর যমুনা স্টেট গেস্ট হাউসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, চলমান শুল্ক আলোচনা এবং ন্যাশনাল কনসেন্সাস-বিল্ডিং কমিশনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের অঙ্গীকার দৃঢ়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন দেশের অভ্যন্তরে কোনো উগ্রবাদী কার্যকলাপ টিকে থাকতে না পারে।”
বৈঠক চলাকালে ৪০ মিনিটের আলোচনায় মার্কিন প্রতিনিধি জ্যাকবসন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংস্কার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা আশা করি আগামী বছরের শুরুতে একটি সফল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
অধ্যাপক ইউনূস আরও জানান, ন্যাশনাল কনসেন্সাস-বিল্ডিং কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তুলতে কাজ করছে এবং অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।