
বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কৃষি ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশে সকলের সহযোগিতায় জঙ্গি তৎপরতা নির্মূল করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
মালয়েশিয়া ফেরত প্রবাসীদের ইস্যু:
সম্প্রতি মালয়েশিয়ায় ‘জঙ্গি ট্যাগ’ দিয়ে ফেরত পাঠানো বাংলাদেশিদের বিষয়ে উপদেষ্টা বলেন, “যাদের ফেরত পাঠানো হয়েছে তারা কেউই জঙ্গি নয়। মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনের কথা বলেছেন, তারা বাংলাদেশে আসেনি। এদের ব্যাপারে এখনো যোগাযোগ চলছে এবং দেশে তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই।”
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন:
কৃষিপণ্য রপ্তানি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, “বিমানবন্দরের এই কার্গো ভিলেজ থেকে শাক-সবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে পাঠানো হচ্ছে। রপ্তানির পরিমাণ বাড়ায় এখানে কোল্ড স্টোরেজ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”
তিনি বলেন, “নতুন এক্সপোর্ট টার্মিনালে স্ক্যানিং শেষে যদি কোনো পণ্য বিমানে না উঠতে পারে, তা যেন কোল্ড স্টোরেজে রাখা যায়—এই ব্যবস্থা থাকছে। এক বা দুই ধরনের পণ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন পণ্য রপ্তানির জন্য আমরা কাজ করছি।”
উল্লেখ্য, সম্প্রতি এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের কারণে সাময়িকভাবে কৃষিপণ্য রপ্তানিতে সমস্যা দেখা দেয়, যা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে। তবে সরকার এখন আরও বৃহৎ পরিসরে রপ্তানি ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছে।