
বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে আজ যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক দলকে ২–১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ।
ম্যাচের নায়িকা ছিলেন ঋতুপর্ণা চাকমা। তাঁর অসাধারণ দুটি গোলেই গড়ে ওঠে বাংলাদেশের জয়ের ভিত। শক্তিশালী প্রতিপক্ষ মিয়ানমার, যারা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৩ ধাপ এগিয়ে, তাদের বিপক্ষে এমন জয় নারী ফুটবলের জন্য নিঃসন্দেহে একটি বড় সাফল্য।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যান ঋতুপর্ণা, এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দলকে নিরাপদ ব্যবধানে নিয়ে যান। যদিও শেষ দিকে একটি গোল শোধ করে মিয়ানমার, তবু জয় ছিনিয়ে নিতে পারেনি তারা।
এর আগে বাছাইপর্বের প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭–০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ দল।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।