ইমনের সেঞ্চুরি ও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশের জয়, তবুও সন্তুষ্ট নন লিটন

ব্যাটে ঝলক দেখিয়েছেন ইমন, বল হাতে নিয়ন্ত্রিত ছিলেন মুস্তাফিজ–তারপরও জয়ের পর মুখে সন্তুষ্টির ছাপ নেই অধিনায়ক লিটনের। শারজাহর প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পেলেও দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে রয়েছে তার স্পষ্ট আপত্তি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৬৯ রান। উইকেটে ছিলেন পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন—দুইজনই টি-টোয়েন্টির পরিচিত মুখ। লক্ষ্য ছিল বড় সংগ্রহের, কিন্তু শেষ তিন ওভারে মাত্র ২২ রান তুলে থেমে যায় ইনিংস ১৯১ রানে। ইমন তুলে নেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি—৫৩ বলে ১০০ রান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, “ইমন যেভাবে খেলেছে, সেটি প্রশংসনীয়। তবে শেষ তিন ওভারে আমরা যে রান তুলতে পারিনি, সেটা হতাশাজনক। ইনিংসের শেষটা আরও শক্তভাবে শেষ করা যেত।”

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করে আমিরাত। ওয়াসিম ও রাহুলের আক্রমণাত্মক শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট পতনের পর ছন্দ হারায় স্বাগতিক দল। মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। সাকিব ও হাসান মাহমুদ মিলে আরও ৫ উইকেট তুলে নিয়ে জয়ের পথ সহজ করেন।

লিটন বলেন, “বোলাররা সত্যিই দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে। মাঝের ওভারগুলোয় চাপ তৈরি করতে পেরেছে তারা, এটা বড় কৃতিত্ব।”

তবে প্রতিপক্ষ দলকেও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। “আমিরাত ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে মাঝের ওভারগুলোয়। আমাদের বোলিং পলিসি নিয়ে আরও কাজ করতে হবে, এই উইকেটে কোন ডেলিভারি কার্যকর হবে তা বুঝে বল করতে হবে।”

আগামী সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। লিটনের আশা, প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলবে তার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *