
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ২০২৬ সালেও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে দেশটির ভিসা কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আরও আটটি দেশ রয়েছে। দেশগুলো হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান এবং লেবানন।
বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের বাণিজ্যিক, কর্ম এবং ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে। তবে নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে আমিরাত কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
ইউএই ভিসা অনলাইন ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণত কোনো দেশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখা দিলে বা ভূ-রাজনৈতিক সম্পর্কের অবনতি হলে সেই দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে আমিরাত।
উল্লেখ্য, ২০১২ সালে প্রথম বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত। ২০২০ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ২০২৪ সালের অক্টোবর থেকে তা আবার ফিরিয়ে আনা হয়, যা এখনও চলছে। ইউএই সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের ওপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে, কারণ চাকরি, ভ্রমণ ও ব্যবসার জন্য দেশটিতে অনেক বাংলাদেশি নিয়মিত যাতায়াত করে থাকেন।