
রাবাত, মরক্কো | ২ জুলাই ২০২৫ —
বাংলাদেশ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন। এই কর্মকর্তা রোনাল্ডোর সেক্রেটারি জেনারেল তারিক নাজেম ও ডিরেক্টর হাসান খারবোশ এর কাছে ফেডারেশনের প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটনেস ইউনিটসহ অন্যান্য প্রতিষ্ঠানিক কাঠামো ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় ফেডারেশন পক্ষ থেকে বিটিভি’কে জানানো হয় যে, তারা বাংলাদেশ ফুটবলের চাহিদা, খেলোয়াড় উন্নয়ন ও কাঠামো বিষয়ে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং সামগ্রিক সহযোগিতা জানাতে আগ্রহী। উভয় পক্ষ আলোচনায় এই সহযোগিতা বাস্তবায়নের জন্য একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি ফ্রেমওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।
বাংলাদেশ উপদেষ্টা মরোক্কো জাতীয় দলের ফিফা বিশ্বকাপে দারুণ সফলতার প্রশংসা জানান এবং জানান যে, দেশটির বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে। তিনি এক প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন যাতে দুই দেশের ফুটবলপ্রেমী এবং জাতীয় দলের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা আরও বাড়ে।
উল্লেখ করেন, “বাংলাদেশে মরক্কোর বিশ্বকাপ সাফল্যের অনুরাগ রয়েছে। একত্রে আন্তর্জাতিক মানের ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা মরোক্কোর পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় চাই।”
রয়্যাল মরোক্কান ফেডারেশনের প্রতিনিধিরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং দুই দেশের মধ্যে দ্রুত সফল সহায়তা ও বিনিময় কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেন।