
বাংলাদেশ যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রোববার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “বোয়িং কোম্পানির মালিকানা যুক্তরাষ্ট্র সরকারের নয়; এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারা তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে। তাই সরবরাহে কিছুটা সময় লাগবে।”
সচিব আরও বলেন, “বাংলাদেশের মতো ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও বোয়িং-এর কাছ থেকে ১০০টি করে উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে।”
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে:
- ৪টি বোয়িং ৭৩৭-৮০০ (১৬২ আসন বিশিষ্ট),
- ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর (৪১৯ আসন বিশিষ্ট),
- ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার,
- ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।
এ নতুন চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিমান বহরে আধুনিক ও দীর্ঘপাল্লার উড়োজাহাজ যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।