বাংলাদেশ-আমিরাত অতিরিক্ত ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২১ মে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অতিরিক্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলে সেটিতে ইতিবাচক সাড়া দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে মূল সিরিজের দুটি নির্ধারিত ম্যাচের বাইরে আরও একটি বাড়তি ম্যাচ খেলবে দুই দল। এই অতিরিক্ত ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২১ মে।

এই সিরিজ শেষেই পাকিস্তানে সফর করবে বাংলাদেশ জাতীয় দল। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হওয়ায় উভয় সরকারই এই সফরের পক্ষে। নিরাপত্তার দিকটিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে— খেলোয়াড়দের জন্য ভিভিআইপি নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। ম্যাচসূচি চূড়ান্ত করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বিসিবিকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে সম্ভাব্য দুটি সূচি দিয়েছে। প্রথমটি অনুসারে, ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ হবে। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে, আর বাকি তিনটি ম্যাচ গাদ্দাফি স্টেডিয়ামে, লাহোরে। দ্বিতীয় প্রস্তাবিত সূচিতে ফয়সালাবাদে হবে ২৭ ও ২৮ মে দুটি ম্যাচ এবং লাহোরে বাকি তিনটি ম্যাচ ৩১ মে, ২ ও ৪ জুন।

তবে এই টাইট সূচির কারণে খেলোয়াড়দের মধ্যে কিছুটা শারীরিক চাপ নিয়ে উদ্বেগ আছে। ক্রিকেটারদের অনেকেই চান কোরবানি ঈদের অন্তত তিন দিন আগে দেশে ফিরতে। সে বিবেচনায় বিসিবি সিরিজটি পাঁচ ম্যাচের পরিবর্তে চার ম্যাচে সীমাবদ্ধ করার প্রস্তাব দিতে পারে পিসিবিকে, যদি তারা রাজি হয়।

তবে এই পরিকল্পনার বাস্তবায়ন অনেকাংশেই নির্ভর করছে আমিরাত বোর্ডের ওপর— তারা যদি তৃতীয় ম্যাচ খেলতে সম্মত না হয়, তবে দলকে আমিরাত থেকে দেশে ফিরে কিছুদিন বিরতি নিয়ে আবার পাকিস্তান সফরে যেতে হবে। এতে করে সফরের ব্যয়ও অনেক বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *