
বাংলাদেশ গ্লোবাল নেটওয়ার্ক ফর ইয়ুথ কম্পিটিটিভনেস, Hope Network-এ ৩১তম সদস্য দেশ হিসেবে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে। বাহরাইন সরকারের যুববিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণের প্রেক্ষিতে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নেটওয়ার্কে যোগদানের সম্মতি প্রদান করেন।
Hope Network একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম, যা যুব ক্ষমতায়ন, উদ্ভাবন ও বৈশ্বিক অংশীদারিত্বকে উৎসাহিত করে। বর্তমানে নেটওয়ার্কে ৩০টি দেশ ও সংস্থা সদস্য রয়েছে; এর মধ্যে রয়েছে সকল GCC (Gulf Cooperation Council) দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি এবং জাতিসংঘের যুব অফিস।
বাংলাদেশের জন্য এই সদস্যপদ যুবনীতিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নেটওয়ার্কের মাধ্যমে দেশটি বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে, যৌথ উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং বিশ্বব্যাপী যুব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।
Hope Network-এর সদস্য হিসেবে বাংলাদেশ তার যুব উন্নয়ন সম্পর্কিত সাফল্য, উদ্ভাবনী ধারণা এবং অভিজ্ঞতাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবে। একইসঙ্গে নেটওয়ার্কের অন্যান্য সদস্য দেশের সেরা চর্চা থেকে শিক্ষা গ্রহণ ও প্রয়োগের সুযোগও থাকবে।
এ পদক্ষেপ বাংলাদেশের যুবশক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয়, প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবনী করে গড়ে তুলবে।