
বান্দরবানে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার মেঘলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “জেলা মডেল মসজিদের মাধ্যমে বান্দরবানে নৈতিকতা, মূল্যবোধ ও সুন্নত প্রচার হবে এবং মানুষের মধ্যে নামাজে আগ্রহ বাড়বে।”
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই চারতলা বিশিষ্ট মসজিদে থাকবে মহিলাদের নামাজের ব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হিফজখানা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, লাশ গোসলখানা, সম্মেলন কক্ষ, গবেষণা কেন্দ্র, অতিথিশালা ও আধুনিক পার্কিংসহ নানা সুযোগ-সুবিধা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।