বাগরাম বিমানঘাঁটি ফেরত চাইলেন ডোনাল্ড ট্রাম্প, আফগানিস্তানের তীব্র প্রতিবাদ

বাগরাম বিমানঘাঁটি ফেরত চাইলেন ডোনাল্ড ট্রাম্প, আফগানিস্তানের তীব্র প্রতিবাদ

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে মার্কিন সেনারা এই ঘাঁটি থেকে দ্রুত চলে যাওয়ার পর তালেবান এর দখল নেয়।

রোববার ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি আফগানিস্তান এই ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়, তাহলে “খারাপ কিছু হবে।” তিনি দাবি করেন, এই ঘাঁটি যুক্তরাষ্ট্রই তৈরি করেছে, তাই এর নিয়ন্ত্রণ তাদের হাতেই তুলে দেওয়া উচিত।

যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি আলোচনার মাধ্যমে ফেরত নিতে চাইছে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাইসউদ্দিন ফিত্রাত স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো চুক্তির বিনিময়ে আফগানিস্তানের এক ইঞ্চি জমিও দেওয়া হবে না। তিনি বলেন, “আফগানিস্তানের স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

আফগান সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, তারা এমন কোনো চুক্তি চান না যা তাদের সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলবে।

২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যায় এবং তালেবান কাবুল দখল করে। সেই সময় বাগরাম ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সেনারা বিশৃঙ্খলভাবে পালিয়ে যায়। এই ঘাঁটি হারানোর ব্যাপারে ট্রাম্প আগে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন। কারণ, এটি চীনের খুব কাছাকাছি হওয়ায় কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিষয়ে ট্রাম্প বলেছেন, বাগরাম ঘাঁটি ফেরত নেওয়ার জন্য আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে। যদি আফগানিস্তান ঘাঁটিটি ফেরত না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আপনারা দেখতে পারবেন আমি কী করতে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *