রাজধানীর বাবুবাজার ও মিটফোর্ডে নকল ঔষধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান, ৮ জনকে জরিমানা

রাজধানীর বাবুবাজার ও মিটফোর্ডে নকল ঔষধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান, ৮ জনকে জরিমানা

রাজধানীর বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে নকল ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ৮ জনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং র‌্যাব-১০-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি করে আসছিল।

অভিযানে বিভিন্ন অঙ্কের জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মো. আলী হোসেন (৩০ হাজার টাকা), রাশেদুল হাসান (২০ হাজার টাকা), সাজিদুর রহমান (১০ হাজার টাকা), মো. শাহজাহান (৫০ হাজার টাকা), সুব্রত সরকার (৫০ হাজার টাকা), মো. আশিক (১ লাখ টাকা), মো. আশফাক (১ লাখ টাকা) এবং নাঈম (৫০ হাজার টাকা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *