
চট্টগ্রাম: কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তার-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। বুধবার (২০ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মো. নওশাদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিষয়টি চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, জেসমিন আক্তার ১ কোটি ৮৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ১৫ লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য লুকিয়েছেন। হেলাল আকবর বাবর এসব সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন। জেসমিন দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায়, এবং বাবর দণ্ডবিধি ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
হেলাল আকবর বাবর চট্টগ্রামের রাজনীতিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর অনুসারী। তিনি পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিশেষ করে রেলের কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তিনি আলোচিত। ২০১৩ সালের ২৪ জুন রেলের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে বাবর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন-এর গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হন, যার মধ্যে এক শিশু রয়েছেন। গ্রেপ্তারের পর বাবরকে কেন্দ্রীয় যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
বাবরের বিরুদ্ধে আরও বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, যেমন:
- রাউজানের আকবর-মুরাদ হত্যা
- বিএনপিকর্মী আজাদ হত্যা
- মির্জা লেনে ডাবল মার্ডার
- সিটি কলেজ ছাত্রলীগ নেতা আশিককে গোলপাহাড় মোড়ে হত্যা
- তামাকুমুণ্ডি লেনে রাসেল হত্যা
- এমইএস কলেজের ফরিদ হত্যাকাণ্ড
২০১৮ সালের ১৩ অক্টোবর র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী অসীম রায় বাবু নিহত হওয়ার পর বাবর দুবাই চলে যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরে আসেন। ২০১৯ সালের ২৯ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী অমিত মুহুরী খুনের পর আবার দুবাই চলে যান। শিক্ষামন্ত্রী নওফেলের ছায়ায় কিছুদিন আগে দেশে ফিরে রাজনীতিতে আবার সক্রিয় হয়েছেন তিনি।