
জাতীয় নাগরিক পার্টির (NCP) নেতা হাসনাত আবদুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন , শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দিই । “রিফাইন্ড আওয়ামী লীগের” একটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এখন ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফেরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, এই পরিকল্পনার প্রথম শিকার হয়েছেন নুরুল হক নূর, যাঁর ওপর বর্বর হামলা চালানো হয়েছে।
আবদুল্লাহ তাঁর পোস্টে বলেন, “ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই হামলার প্রতিবাদ না করা হয় এবং জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করা যায়, তাহলে “বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মত রক্তাক্ত হয়ে যাবে।”
নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত “ন্যাক্কারজনক” বলে উল্লেখ করেন। হাসনাত আবদুল্লাহ দৃঢ়ভাবে বলেছেন, “নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না।” তিনি ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।