আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন জামায়াতে যোগ দিচ্ছে: রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন জামায়াতে যোগ দিচ্ছে: রুহুল কবির রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করা হয়েছে। এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই জালিয়াতির পেছনে সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও অভিযোগ করে বলেন, সরকারের নির্যাতনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, দেশে যে বিশেষ শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রাণ জনগণের জন্য হুমকিস্বরূপ। তার অভিযোগ, সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে।

জাকসুর ব্যালট পেপার একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানো হয়েছে বলেও তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে একটি ‘গভীর নীলনকশা’ বাস্তবায়নের আশঙ্কাও প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *