রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় দলটির ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার, ১৮ মে বিকেলে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
প্রসঙ্গত, সরকার ১২ মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এতে বলা হয়, ক্ষমতায় থাকাকালীন সময়ে দলটি বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিল বলে দেশি-বিদেশি প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চলমান মামলাগুলোর বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা নিষিদ্ধ থাকবে। এই প্রেক্ষাপটেই গুলিস্তানে অনুষ্ঠিত মিছিলকে বেআইনি বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়।
আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ না করা হলেও, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ডিবি পুলিশ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।