
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত অপরাধ এতটাই ভয়াবহ যে, এমনটা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালেও ঘটেনি।
মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত “জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী” শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এই আয়োজনে নেতৃত্ব দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
তিনি বলেন, “জুলাই মাসের গণহত্যা নিয়ে বর্তমান সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। বিচার প্রক্রিয়া সঠিকভাবে এগোচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ তা নিয়ে প্রশ্ন তুলতে না পারে।”
আসিফ নজরুল আরও বলেন, “বর্তমান সরকারের আমলেই সমস্ত গণহত্যার বিচার হবে বলে আমাদের বিশ্বাস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদলে বিচার প্রক্রিয়া চলছে, যাতে কেউ এটিকে বাধাগ্রস্ত করতে না পারে।”
তিনি দাবি করেন, “আওয়ামী লীগ সরকার তাদের অপরাধের পেছনে এমন তথ্যপ্রমাণ রেখে গেছে, যা তাদের দায় অস্বীকার করার সুযোগ দেয় না। এই অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।”
তিনি আরো বলেন, “বিচার একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া, তবে সরকারের আন্তরিকতা প্রশ্নাতীত। জনগণ এবং শহীদ পরিবার যেন এই বিচারে শান্তি পায়, সেটাই সরকারের লক্ষ্য।”