
মুন্সীগঞ্জে কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন নান্নু (৬৫)। আজ রোববার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর গনি।
নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গত বছরের ৪ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় কারাবন্দি ছিলেন।
চিকিৎসক আতাউর গনি জানান, নান্নুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক লক্ষণ দেখে মনে হয়েছে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তিনি মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে।
তবে পরিবারের দাবি, রাতে অসুস্থ হলেও কারা কর্তৃপক্ষ বিষয়টি জানাননি। বরং মৃত্যুর পর সকালে তাদের জানানো হয়েছে, যা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
নান্নুর ভাতিজা শাহরিয়ার বলেন,
“যেহেতু মৃত্যুর অনেক পরে জানানো হয়েছে, তাই সঠিকভাবে কোথায়, কীভাবে মারা গেছেন তা নিয়ে আমরা সন্দেহে আছি। আমরা সুষ্ঠু তদন্ত চাই।”
এ বিষয়ে মুন্সীগঞ্জ কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন,
“ভোর সাড়ে ৩টার দিকে বুকের ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের সঙ্গে সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি, কারণ চিকিৎসার দিকেই সবার মনোযোগ ছিল।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার ও স্বজনরা দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।