
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ৬৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় বিশ্বের ১৮০টি সদস্য দেশের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সভার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
সভার বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ IAEA-এর মূলমন্ত্র “শান্তি ও উন্নয়নের জন্য পরমাণু”-এর প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে IAEA-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
সচিব আরও বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, খাদ্য এবং পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে। এসব সমস্যার সমাধানে পারমাণবিক প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ IAEA-এর বিভিন্ন উদ্যোগ, যেমন Atoms4 Food, Atoms4NetZero, Rays of Hope এবং NUTEC Plastics-কে অত্যন্ত মূল্যবান মনে করে, কারণ এগুলো বিশ্বব্যাপী উন্নয়ন, স্বাস্থ্য এবং পরিবেশগত স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অবদান রাখছে।
মো. আনোয়ার হোসেন জানান, বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, পারমাণবিক বিদ্যুৎ এবং নিরাপত্তা খাতে IAEA-এর ছয়টি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, সংস্থাটির সহায়তায় আইসোটোপ হাইড্রোলজির মাধ্যমে বাংলাদেশে ফসল উৎপাদন এবং জলসম্পদ ব্যবস্থাপনা উন্নত হয়েছে, যা খাদ্য সুরক্ষায় সহায়তা করেছে।
তিনি বলেন, রূপপুরে দুটি VVER-1200 রিঅ্যাক্টর নির্মাণের মাধ্যমে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করছে।
এছাড়াও, IAEA-এর প্রধান রাফায়েল গ্রসির সঙ্গে এক বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি ‘Rays of Hope’ কর্মসূচিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন, যা উন্নত ক্যান্সার চিকিৎসায় সহায়ক হবে বলে তিনি আশা করেন।