এসিসির বার্ষিক সভা ঢাকায় হবে না? ভারতসহ কিছু দেশ বয়কটের হুমকি

এসিসির বার্ষিক সভা ঢাকায় হবে না? ভারতসহ কিছু দেশ বয়কটের হুমকিএসিসির বার্ষিক সভা ঢাকায় হবে না? ভারতসহ কিছু দেশ বয়কটের হুমকি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকায় হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছে। তবে এসিসির সভাপতি মহসিন নাকভি ভারতের এই অনুরোধ না মানায় বিসিসিআই বয়কটের হুমকি দিয়েছে।

ভারত ছাড়াও আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ড একই কারণে এই সভা বয়কটের কথা ভাবছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে এ পর্যন্ত এসব বোর্ড থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, সভায় কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য সব সদস্য দেশের উপস্থিতি বাধ্যতামূলক। অর্থাৎ এশিয়া কাপ সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত ও শ্রীলঙ্কাসহ সব প্রধান দেশ উপস্থিত থাকতে হবে। তাই এই দেশগুলো সভা বয়কট করলে এসিসির ভবিষ্যত ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে।

মোটকথা, বার্ষিক সভার জন্য মাত্র এক সপ্তাহ সময় বাকি থাকলেও এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে চলতি বছরের এশিয়া কাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতের আয়োজনাধীন এ টুর্নামেন্টের সূচি ও ভেন্যু এখনও ঘোষণা করেনি এসিসি। অনানুষ্ঠানিকভাবে শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে, যা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আসন্ন এসিসির সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *