এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত, শনিবার থেকে শুরু চূড়ান্ত লড়াই

এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত, শনিবার থেকে শুরু চূড়ান্ত লড়াই

চলমান এশিয়া কাপে গ্রুপপর্বের পর্দা নামছে আজ (শুক্রবার)। এর পরদিনই (শনিবার) শুরু হবে শেষ চারের সুপার ফোর পর্ব। ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে কোন চারটি দল এই পর্বে খেলবে।

‘বি’ গ্রুপ থেকে কারা পরের রাউন্ডে যাবে, তা নির্ধারণ হয় বৃহস্পতিবার শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। ওই ম্যাচে হেরে বিদায় নেয় আফগানিস্তান, আর শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নেয় সুপার ফোরে।

অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যেই ভারত ও পাকিস্তান জায়গা নিশ্চিত করেছে। ভারত আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করে এবং তাদের নেট রানরেটও অনেক বেশি (৪.৭৯৩)। পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গেলেও ওমান ও আমিরাতকে হারিয়ে ৪ পয়েন্ট ও ১.৭৯০ নেট রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ওমান সব ম্যাচ হেরে বিদায় নিয়েছে এবং আমিরাত তিন ম্যাচে দুটি হেরে সম্ভাবনা হারিয়েছে।

‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থেকে শীর্ষে উঠেছে। তারা যথাক্রমে হংকং, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে রশিদ খানের দল ৮ উইকেটে ১৬৯ রান তুললেও কুশল মেন্ডিসদের ঝোড়ো ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখেই জয় পায় লঙ্কানরা।

বাংলাদেশকে অবশ্য এই ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হয়েছিল। শ্রীলঙ্কার জয়ে সহজ সমীকরণে তারা সুপার ফোরে উঠতে পারে। নেট রানরেটে পিছিয়ে থাকলেও দুই ম্যাচ জিতে আগেই ৪ পয়েন্ট নিশ্চিত করেছিল লিটন-মুস্তাফিজরা। আফগানিস্তান ৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট পেয়ে বাদ পড়েছে। হংকং কোনো ম্যাচ জিততে পারেনি।

সুপার ফোরের সূচি (বাংলাদেশ সময় রাত ৮:৩০টা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *