
পবিত্র আশুরা উপলক্ষে এক শোকাবহ বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে জাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “পবিত্র আশুরার দিনে আমি মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রাঃ) এবং কারবালার প্রান্তরে শাহাদাতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
প্রধান উপদেষ্টা বাণীতে আরও বলেন, “ইসলামের মহান আদর্শকে রক্ষা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররমে ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবার ও সহচররা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহিদ হন। তাঁদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে এবং অন্যায়ের বিপরীতে ন্যায়ের পথ দেখাবে।”
তিনি বলেন, আশুরা শুধু শোক ও ত্যাগের স্মৃতি নয়, এটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ফজিলতের দিন। এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে বেশি বেশি নেক আমলের পাশাপাশি, রাসূল (সঃ)-এর সুন্নতি অনুসরণ করে রোজা পালনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
প্রধান উপদেষ্টা মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং অগ্রগতির জন্য দোয়া করেন এবং বলেন, “আসুন আমরা আশুরার তাৎপর্য ধারণ করে সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করি।”