
পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় পুরান ঢাকার হোসাইনী দালান থেকে শুরু হয়ে মিছিলটি ধানমন্ডি লেকের প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়।
হাজারো শিয়া ধর্মাবলম্বী ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে করতে খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় তারা বুক চাপড়ে এবং শোক প্রকাশ করে হযরত ইমাম হোসেন (র.)-এর শহীদ দিবস স্মরণ করেন।
মিছিলের পথরেখা ছিল:
হোসাইনী দালান → বকশি বাজার লেন → লালবাগ → শহীদ মাজার রোড → আজিমপুর → নীলক্ষেত → মিরপুর রোড → ঢাকা কলেজ → সায়েন্স ল্যাব → ধানমন্ডি → বিজিবির ৪নং গেইট → সাত মসজিদ রোড → ধানমন্ডি লেক।
ডিএমপির কঠোর নিরাপত্তা:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আশুরা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মিছিলে দা, ছোরা, বল্লম, কাঁচি, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ডিএমপি জানায়, “সবার সহযোগিতায় এবার আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
১০ মহররম, পবিত্র আশুরা, মুসলিম বিশ্বের জন্য এক শোকাবহ দিন। ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (র.) শাহাদাত বরণ করেন। শিয়া সম্প্রদায় এ দিনটি গভীর শোক ও আনুষ্ঠানিকতায় পালন করে থাকে। ঢাকায় হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়া ও অন্যান্য ইমামবাড়াগুলো কেন্দ্র করে আয়োজন হয় নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ঐতিহাসিক মিছিল।