আশুগঞ্জে সড়ক ও রেলসেতুর পিলারে ধাক্কা, ডুবে গেল বাল্কহেড

আশুগঞ্জে সড়ক ও রেলসেতুর পিলারে ধাক্কা, ডুবে গেল বাল্কহেড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে একটি পণ্যবোঝাই বাল্কহেড সড়ক ও রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৪ জুন) ভোর পাঁচটার দিকে আশুগঞ্জ-ভৈরব রুটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এবং দুটি রেলসেতুর পিলার। এছাড়া একটি স্থায়ীভাবে ভিড়ানো জাহাজের সাথেও বাল্কহেডটির সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলার অরুয়াইল থেকে পাথরবোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এম ভি রিফাত ইসলাম নামের বাল্কহেডটি। মালিক মো. সাইমন নামের এক ব্যক্তি। পথিমধ্যে বাল্কহেডটি সড়ক সেতুর ৩ নম্বর পিলার, পুরাতন রেলসেতুর ২ নম্বর পিলার এবং পরে নতুন রেলসেতুর ২ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাল্কহেডের মাঝখান ভেঙে তা মেঘনার পানিতে তলিয়ে যায়।

ঘটনার সময় বাল্কহেডে থাকা লোকজন নিরাপদে তীরে উঠে যেতে সক্ষম হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের অনেকেই বলছেন, ঘটনাটি এত সকালে হওয়ায় অনেকে কিছুই বুঝে উঠতে পারেননি।

ভৈরব নৌ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ গণমাধ্যমকে জানান, বাল্কহেডটি সম্ভবত সিলেকশন পাথর বা বালু বহন করছিল এবং ঢাকার দিকে যাচ্ছিল। সেতুর পিলারে ধাক্কার ফলে এটি ভেঙে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে বিআইডব্লিউটিএ আশুগঞ্জ-ভৈরব বাজার নৌবন্দরের পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, ঘটনাটি ভোরে ঘটেছে এবং এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বাল্কহেডের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *