আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা, হিটু শেখের ফাঁসি বাকি তিনজন খালাস

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। মামলায় আরও তিনজন অভিযুক্ত থাকলেও আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৬ মার্চ শিশুটি বেড়াতে গিয়েছিল তার বড় বোনের শ্বশুরবাড়িতে। সেদিন দুপুরে অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। ঘটনার দু’দিন পর ৮ মার্চ শিশুটির মা ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মাগুরা সদর থানায় মামলা করেন।

আসামিদের মধ্যে হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত ও বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। মাত্র ২১ কার্যদিবসে বিচার কার্যক্রম শেষ হয় এবং রায়ের মাধ্যমে প্রধান অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলার অন্য আসামিরা—শিশুটির বোনের স্বামী, ভাশুর ও শাশুড়ি—যথাক্রমে ভয়ভীতি প্রদর্শন ও আলামত নষ্টের অভিযোগ থেকে খালাস পান। মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এহসানুল হক সমাজী দ্রুত ও নিরপেক্ষ বিচারিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *