গারো আদিবাসী ছাত্রী ধর্ষণ: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ

গারো আদিবাসী ছাত্রী ধর্ষণ: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ

ময়মনসিংহের হালুয়াঘাটে নবম শ্রেণির এক গারো আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১ অক্টোবর, বুধবার) বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আদিবাসী ছাত্র ও যুব সংগঠনসমূহের যৌথ আয়োজনে এই সমাবেশ হয়।

বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা।

সমাবেশে আদিবাসী সংগঠনের নেতারা হালুয়াঘাটের এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. নিকোলাস চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গয়া, ছাত্রনেতা অলিক মৃ, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য অনন্যা দ্রং, বাগাছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিম, গারো স্টুডেন্টস ফেডারেশন (জিএসএফ), ঢাকা মহানগর শাখার সভাপতি নিপুল ম্রং, বম ম্রো স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি), ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক উসাইন মারমা ও গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু), কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক জানকি চিসিম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, আদিবাসী নারী ও শিশুরা প্রায়শই এমন নির্যাতনের শিকার হচ্ছেন এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা অপরাধীদের উৎসাহিত করছে। তারা সরকারের কাছে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *