গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ২২ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে তারেক রহমান

গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ২২ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন চব্বিশের গণঅভ্যুত্থান এবং সাবেক স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত, আহত ও গুম হওয়া ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা দিয়েছে। এর পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত ও অসুস্থ কয়েকটি পরিবারও এই সহায়তা পেয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, গুলশান থানা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *