রমজানের আগেই নির্বাচন চায় বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হয়। বৈঠকে তারেক রহমান প্রস্তাব করেন, আগামী বছরের রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজন করলে তা দেশের জন্য ইতিবাচক হবে। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন—রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত।

উত্তরে প্রধান উপদেষ্টা জানান, তিনি আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রমজানের আগেই নির্বাচন করতে হলে দেশের রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন হবে বলে মত দেন তিনি।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং তাঁর সদিচ্ছা ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। বৈঠক শেষে উভয় নেতাই আলোচনাকে ‘ফলপ্রসু ও গঠনমূলক’ বলে মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *