আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার সফল সমাপ্তি, বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার সফল সমাপ্তি, বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন সেনাপ্রধান

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার)
ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আজ সফলভাবে শেষ হলো “৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫”। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং আরএফএল ও এসিআই-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, ইরান, মালয়েশিয়া এবং কুয়েতের পেশাদার খেলোয়াড়রা।

চার দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে ছেলেদের জন্য ছিল PSA চ্যালেঞ্জ ট্যুর ২০২৫ এবং মেয়েদের জন্য WSF ও PSA স্যাটেলাইট টুর্নামেন্ট ২০২৫।

আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার সফল সমাপ্তি, বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন সেনাপ্রধান

সমাপনী দিনে ফাইনাল ম্যাচসমূহ শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন,
“বাংলাদেশে স্কোয়াশ খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন দেশের খেলাধুলার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা প্রদান করবে ইন-শা-আল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি লজিস্টিকস্ এরিয়া, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশি-বিদেশি খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা।

এই আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন সফলভাবে আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল।

One thought on “আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার সফল সমাপ্তি, বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন সেনাপ্রধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *