আন্তর্জাতিক কলের মাধ্যমে ৮৬৭ কোটি টাকা পাচারের অভিযোগে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আন্তর্জাতিক কলের মাধ্যমে ৮৬৭ কোটি টাকা পাচারের অভিযোগে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
দুর্নীতি দমন কমিশন (দুদক)

আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং ফোনকলের মাধ্যমে অর্থপাচারের অভিযোগে দুটি মামলায় দুটি গেটওয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠান দুটি হলো অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশনস লিমিটেড ও ভিশন টেল লিমিটেড। আজ রোববার দুদক তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশনস লিমিটেড আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা দেশে না এনে পাচার করেছে। এছাড়া, এই কলের আয় থেকে সরকারের রাজস্বও পরিশোধ করা হয়নি। এ কারণে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে এসব আন্তর্জাতিক কলের আদান–প্রদান ঘটে।

আক্তার হোসেন আরও জানান, একইভাবে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা পাচারের অভিযোগে ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা ও চেয়ারম্যান এম বদিউজ্জামানের বিরুদ্ধে অর্থপাচারের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করে দুদক, আর ২০২২ সালে অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *