
২৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বৈঠক করেন। বৈঠকে তিনি “সঞ্জীবন প্রজেক্ট” এর মাধ্যমে আনসার ভিডিপির ৬০ লক্ষ সদস্যের জীবিকা উন্নয়ন ও সম্ভাব্য উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
বাহিনী প্রধান জানান, বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি) পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও সদস্যদের জীবনমান উন্নয়ন প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।
গভর্নর ড. আহসান এইচ মনসুর সঞ্জীবন প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রশংসা করেন এবং বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় ক্ষুদ্র ঋণ তহবিল সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিটাল কোর ব্যাংকিং সিস্টেম চালু ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দ্রুত নতুন জনবল নিয়োগেও সহযোগিতা করবে।
সঞ্জীবন প্রকল্পের মূল লক্ষ্য হলো দক্ষ, কর্মঠ ও উদ্যোক্তা হতে আগ্রহী আনসার ভিডিপি সদস্যদের বাছাই করে ক্ষুদ্র উদ্যোগ ও টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। এ প্রসঙ্গে গভর্নর বলেন, “বাংলাদেশ ব্যাংক সর্বদা আনসার ভিডিপি সদস্যদের পাশে থাকবে।”
উল্লেখ্য, আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে দেশের চারটি উপজেলায় সঞ্জীবন প্রজেক্ট পাইলটিং শুরু হবে। একই সঙ্গে এর আর্থিক কাঠামো ও গভর্নেন্স প্রতিষ্ঠার অডিট কার্যক্রমও শুরু করা হবে।
সভায় বাংলাদেশ ব্যাংক ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।