ডিএসসিএসসি-তে আনসার-ভিডিপির উপস্থাপনা

০৩ জুন ২০২৫ (মঙ্গলবার):
আজ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা-র আমন্ত্রণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি “শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি-এর ভূমিকা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনায় বক্তব্য প্রদান করেন।

চলমান কোর্সের অংশ হিসেবে আয়োজিত এই সেশনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের মোট ২৫৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উপস্থাপনায় মহাপরিচালক মহোদয় আনসার বাহিনীর গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে বাহিনীর অবদানসহ আধুনিক প্রেক্ষাপটে বাহিনীর বিভিন্ন ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন, “জননিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি বাহিনী তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, শান্তিকাল এবং যুদ্ধকালীন সময়ে বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনা কীভাবে কাজ করে, এবং কীভাবে সংগঠনের কাঠামো, সিটিজেন চার্টার ও ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

সেশনের শেষে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় মহাপরিচালক মহোদয় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উপস্থিত অফিসাররা প্রাণবন্ত ও তথ্যবহুল সেশন উপহার দেওয়ার জন্য মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *