
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলনের সময় গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সংবাদ মাধ্যমে রাশেদ খান জানান, নুরের নাক ফেটে গেছে, চোখের অবস্থা গুরুতর এবং হাত কেটে গেছে। তিনি বর্তমানে মুমূর্ষ অবস্থায় রয়েছেন।
রাশেদ বলেন, “আমাদের মূল দাবি ছিল জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম বন্ধ করা। আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাচ্ছিলাম, তখন আমাদের মিছিলে হামলা চালানো হয়। প্রতিবাদ হিসেবে মশাল মিছিল বের করা হয়, কিন্তু সেটির ওপরও দ্বিতীয় দফায় হামলা করা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, পরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হলেও সেনা ও পুলিশ যৌথভাবে তাদের ওপর হামলা চালায়। রাশেদ প্রশ্ন তুলেছেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরও কেন এই হামলা হলো?”
রাশেদ খান মনে করেন, সরকার জাতীয় পার্টিকে নিরাপত্তা দিচ্ছে। তিনি বলেন, “২০১৮ সালের কোটা আন্দোলন না থাকলে ২০২৪ সালের গণঅভ্যুত্থান সম্ভব হতো না। আমরা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি।”
4qu8ov