
কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আলু বাজারে মূল লাভ পায় মধ্যস্বত্বভোগীরা, অথচ কৃষকরা ন্যায্যমূল্য পান না। এজন্য কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম সরকার নির্ধারণ করবে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে দারুসসালাম থানা ঘুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের বিদেশ থেকে আলুর বীজ আমদানি করতে হয়, খরচও বেশি। আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যেন আলু বীজ দেশেই উৎপাদন করা যায়। শুধু আলু নয়, আনারস, খেজুরের মতো বীজও দেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যাতে সৌদি আরবসহ অন্য দেশ থেকে আমদানির প্রয়োজন না হয়।”
কৃষি উপদেষ্টা আরও জানান, এবার কৃষকরা আলুর সঠিক দাম পাননি। ভবিষ্যতে কৃষকরা আলু চাষে অনাগ্রহী হয়ে পড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণেই সরকার কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার পরিকল্পনা করছে।
পাটের বীজ উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখনো চাহিদা অনুযায়ী বীজ উৎপাদন সম্ভব হয়নি। অনেক সময় কৃষকরা পাটের আঁশের মান নষ্ট হওয়ার ভয়ে বীজ উৎপাদনে আগ্রহী হন না। এজন্যই অধিকাংশ বীজ ভারত থেকে আমদানি করতে হয়।
এদিন দারুসসালাম থানা পরিদর্শন শেষে তিনি বলেন, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর মধ্যে মিরপুর ও মোহাম্মদপুর অন্যতম। এই দুই এলাকা নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কাজ করছে এবং এজন্য গণমাধ্যমের সহযোগিতাও প্রয়োজন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ডিএমপির ৫০ থানার মধ্যে বর্তমানে ২৫টি ভাড়া ভবনে চলছে। তবে সেপ্টেম্বরের মধ্যেই আরও আটটি থানা নিজস্ব ভবনে স্থানান্তর করা সম্ভব হবে।