কালো টাকা বৈধকরণ সুবিধা বাতিলের দাবি টিআইবির

কালো টাকা বৈধ করার যেকোনো সুযোগ বন্ধ করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কালো টাকা সাদা করার সুবিধা দুর্নীতিকে উৎসাহিত করে এবং আইন-শৃঙ্খলা ও নৈতিকতার জন্য হুমকি সৃষ্টি করে।

টিআইবি জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধা বাতিল করলেও, আয়কর আইন ২০২৩-এ এখনো এমন তিনটি বিধান রয়েছে যা কালো টাকা বৈধতার সুযোগ তৈরি করে রেখেছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এ ধরনের বিধান সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তাই এগুলো অধ্যাদেশের মাধ্যমে বাতিল করা জরুরি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে ২১ বার বিভিন্ন সরকার কালো টাকা বৈধ করার সুযোগ দিলেও রাজস্ব আদায়ে তেমন কোনো সফলতা আসেনি। বরং এতে নিয়মিত করদাতারা নিরুৎসাহিত হয়েছেন এবং দুর্নীতির সংস্কৃতি বেড়েছে।”

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার-সংক্রান্ত সুপারিশেও এমন অনৈতিক সুবিধা বন্ধের কথা বলা হয়েছে।

টিআইবি আশা প্রকাশ করে, অন্তর্বর্তী সরকার প্রথম বাজেটেই দৃষ্টান্তমূলকভাবে এ ধরনের সুযোগ বাতিল করবে। এ বিষয়ে তারা অর্থ উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *