আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪আসনে সবুজ সংকেত পেয়েছেন, আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধী, নীলফামারী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪আসনে সবুজ সংকেত পেয়েছেন, আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

নীলফামারী ৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সবুজ সংকেত পেয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি মুঠোফোনে অধ্যক্ষ গফুর সরকারের সঙ্গে কথা বলে তাকে আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে মাঠে নামার নির্দেশ দেন বলে নিশ্চিত করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির একাধিক সূত্র।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কারণে গফুর সরকারের নাম ওই আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় শীর্ষে ছিল। তারেক রহমানের এই সিদ্ধান্তে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় নেতারা জানান, অধ্যক্ষ গফুর সরকারের নেতৃত্বে দল আরও সংগঠিত হবে এবং আগামী নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *