আলবেনিয়ার অর্থনীতিতে কর্মী দরকার: বাংলাদেশি শ্রমিক নিয়োগে আগ্রহ প্রেসিডেন্ট বেগাজের

আলবেনিয়ার অর্থনীতিতে কর্মী দরকার: বাংলাদেশি শ্রমিক নিয়োগে আগ্রহ প্রেসিডেন্ট বেগাজের

আলবেনিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে সহায়তা করার জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধ-দক্ষ শ্রমিক নিয়োগে তীব্র আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে ৮০তম জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন।

প্রেসিডেন্ট বেগাজ বলেন, “আমাদের দেশের জন্য শ্রমিকের প্রয়োজন, এবং অনেক আলবেনিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে আবেদন জমা দিয়েছে।” তিনি আরও জোর দেন যে, পর্যটনের মতো খাতেও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো যেতে পারে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য বাংলাদেশের গতিশীল ও তরুণ কর্মশক্তির সক্ষমতা তুলে ধরে আলবেনিয়ার এই উদ্যোগকে স্বাগত জানান। তবে তিনি আলবেনিয়ান সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান, কারণ বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য আবেদন করতে নয়াদিল্লিতে যেতে হয়।

এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বেগাজ বাংলাদেশী নাগরিকদের জন্য ই-ভিসা প্রবর্তনের বিষয়টি বিবেচনা করার সুপারিশ করেন। তিনি আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার আহ্বান জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানকারী উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের ব্যাপক জনশক্তি (চিকিৎসক, নার্স থেকে কৃষি শ্রমিক পর্যন্ত) সরবরাহের ক্ষমতা নিশ্চিত করেন এবং নিয়োগ প্রক্রিয়া সহজ করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেন।

প্রেসিডেন্ট বেগাজ আরও ঘোষণা করেন, আলবেনিয়ান বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক এনরোলমেন্ট স্কিমের অধীনে বাংলাদেশী শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।

সভায় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *