ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর আল-আকসা ও পশ্চিমতীর পূর্ণ দখলের হুমকি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর আল-আকসা ও পশ্চিমতীর পূর্ণ দখলের হুমকি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সম্প্রতি আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপের কথাও বলেন তিনি। এই বক্তব্য ও কর্মকাণ্ডকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে বলে সতর্ক করেছে সৌদি আরব।

রোববার (৩ আগস্ট) এক্স (সাবেক টুইটার) এ পোস্টে ইসরায়েল কাৎজ লেখেন, “তিসা বা’আভ উপলক্ষে দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল ও টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।”

তিনি আরও দাবি করেন, “ইসরায়েলবিরোধীরা নানা পদক্ষেপ নিচ্ছে ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল ও আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ কর্তৃত্ব আরও সুদৃঢ় করব।”

কাৎজ আরও জানান, তিনি পশ্চিম দেওয়ালে গিয়ে ইসরায়েলি সেনা, জিম্মিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।

এর আগে একইদিন আল-আকসা প্রাঙ্গণে প্রার্থনায় অংশ নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। যদিও চুক্তি অনুযায়ী, অমুসলিমদের আল-আকসায় প্রার্থনা নিষিদ্ধ—তবুও এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা।

এ নিয়ে সৌদি আরব কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, “আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের এই ধরনের ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াবে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।”

উল্লেখ্য, আল-আকসা মসজিদের প্রশাসনিক দায়িত্ব জর্ডানের হাতে। একটি ইসলামিক ওয়াকফ সংস্থা মসজিদটি পরিচালনা করে। বহু বছর ধরে চলা একটি চুক্তি অনুযায়ী, মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী সেখানে প্রার্থনা করতে পারে না। শুধু পর্যটনভ্রমণের উদ্দেশ্যে অমুসলিমরা প্রবেশ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *