
চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে আলোচনায় আসা সিবগাতুল্লাহ ওরফে আকাশ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (৪ জুন) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার (১ জুন) নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, কোতোয়ালি থানায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় আজ আদালতে আকাশের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন এবং তাকে ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে নির্দেশ দেন।
ঘটনার সূত্রপাত হয় গত ২৮ মে। সেদিন বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজিত মানববন্ধনে হামলা চালায় শাহবাগবিরোধী ঐক্য নামের একটি সংগঠন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। হামলার সময় এক নারীকে লাথি মারতে দেখা যায় আকাশ চৌধুরীকে, যার ছবি পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়।
পরবর্তীতে ৩০ মে চট্টগ্রাম মহানগর জামায়াত এক বিবৃতিতে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। আকাশ চট্টগ্রামের সাতকানিয়া পৌর এলাকার জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর নেছার আহমেদের ছেলে। তিনি ছাত্রশিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন এবং বর্তমানে জামায়াতের কর্মী হিসেবে পরিচিত।
আকাশের বিরুদ্ধে এর আগেও নগরের মুরাদপুরে সুন্নিদের একটি কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।