বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা পৃথক হত্যা মামলায় সাবেক চার মন্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (১৯ মে) সকাল ১১টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন—
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান
- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
- সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি
- সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
মামলার নথি অনুযায়ী, দীপু মনি ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে শাহবাগ থানায় দায়ের করা মো. মনির হত্যা মামলায়। অপরদিকে, কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে।
আদালতের আদেশ অনুযায়ী, তদন্তের স্বার্থে চারজনকেই পরবর্তী শুনানির আগ পর্যন্ত কারাগারে রাখা হবে।