রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় চার সাবেক মন্ত্রী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা পৃথক হত্যা মামলায় সাবেক চার মন্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (১৯ মে) সকাল ১১টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন—

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান
  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
  • সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি
  • সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

মামলার নথি অনুযায়ী, দীপু মনি ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে শাহবাগ থানায় দায়ের করা মো. মনির হত্যা মামলায়। অপরদিকে, কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে।

আদালতের আদেশ অনুযায়ী, তদন্তের স্বার্থে চারজনকেই পরবর্তী শুনানির আগ পর্যন্ত কারাগারে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *