বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলনে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান

বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলনে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সম্মেলনে তিনি এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “দেশের আকাশসীমা রক্ষা ও জাতির সেবা আমাদের অন্যতম দায়িত্ব।”

তিনি আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে বিমান বাহিনীর দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

এছাড়াও তিনি আশা প্রকাশ করেন, বিমান বাহিনীর সদস্যরা আগামী দিনে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

সম্মেলন শেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *