আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা কৃষকলীগের সভাপতি গ্রেফতার

আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা কৃষকলীগের সভাপতি গ্রেফতার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষকলীগের খুলনা জেলা সভাপতি ও আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুলকে গ্রেফতার করেছে।

৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থানাধীন ডাক্তার গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কেএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশরাফুজ্জামান বাবুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে।

৬৯ বছর বয়সী আশরাফুজ্জামান বাবুল রূপসা উপজেলার আইচগাতি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরীর দক্ষিণ সেন্ট্রাল রোডের ডাক্তার গলিতে বসবাস করছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে হেফাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *