
২৪২ যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 বিমানটি আজ দুপুরের দিকে উড্ডয়নের পর মাত্র কয়েক মিনিটে ৮২৫ ফুট উচ্চতায় থেকে মাটিতে আছড়ে পড়েছে। দুর্ঘটনার পর প্রচণ্ড ধোঁয়া দেখা যায় এবং ফায়ার সার্ভিস ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল ও আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে উদ্ধারকাজে বিঘ্ন না ঘটে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পরিস্থিতি নজরদারি করছে। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন শোক প্রকাশ করে দুর্ঘটনায় আক্রান্তদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।