
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এখন থেকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ৬টার আগে কোনো হকার বা ভ্রাম্যমাণ দোকানদার ব্যবসা পরিচালনা করতে পারবে না। সোমবার বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন। নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন মেয়র।
মেয়র বলেন, আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, যা দেশের জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের সঙ্গে সম্পর্কিত। অবৈধ হকারদের কারণে এখানে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা দেয়। এই বিশৃঙ্খলা দূর করাই তার প্রধান উদ্দেশ্য।
তিনি বলেন, খাবারের দোকানগুলোকে বিকেল ৫:৩০ থেকে বসার অনুমতি দেওয়া হবে, যাতে অফিস ফেরত মানুষ সহজেই খাবার পেতে পারে। তবে খাবার ছাড়া অন্য কোনো ধরনের হকার সন্ধ্যা ৬টার আগে ব্যবসা করতে পারবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি জেল-জরিমানা পর্যন্ত হতে পারে।
মেয়র আরও জানান, আগ্রাবাদ এলাকায় কোনো ধরনের স্থায়ী কাঠামো নির্মাণ করা যাবে না। হকাররা চাকাযুক্ত গাড়িতে করে ব্যবসা পরিচালনা করতে পারবে, কিন্তু রাস্তা বা ফুটপাত দখল করে কোনো স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো তৈরি করা যাবে না। তিনি বলেন, এই অভিযান সাময়িক নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া।
পরিদর্শনকালে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।