আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনে, সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনে, সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত নীলফামারী -১ ডোমার ডিমলা এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের ডোমার ভোগডাবুরী ইউনিয়ন সাকারিয়া পাড়া হিন্দু সম্প্রদায় ভাইদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত।
এসময় তিনি বলেন,এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সকল ধর্মের মানুষ আওয়াজ তুলে বলবে আমরা এখানে সংখ্যাগুরুও নই, কেউ সংখ্যালঘুও নই, আমরা সকলেই সমান। আমি চাই এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু কথার কবর রচনা হোক।”
আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আমাদের দ্বিতীয় পরিচয়, এদেশে আমাদের যাদের জন্ম হয়েছে আমরা সবাই বাংলাদেশী। একজন বাংলাদেশী নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সকল ধর্মের নাগরিক সমানভাবে তা ভোগ করবে। আমরা তার কমবেশি দেখতে চাই না।”
তিনি আরো বলেন, “মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে এদেশের তরুণ সমাজ। এখানেও আমরা কোনো ব্যবধান বরদাশত করবো না। এই আঙিনাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই।আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করবো, আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসেবে গ্রহণ করি। তাহলে হিংসা এবং হানাহানি থাকবে না। কোনো ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায় না। হিংসা-প্রতিহিংসা শেখায় না। আমি তা বিশ্বাস করি না। এ রকম যদি কিছু হয় তাহলে সেটা ধর্মই না। ধর্ম মানুষকে পরিশীলিত করে। ধর্ম মানুষকে মানুষ বানায়। পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষত্বের দিকে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *