‘আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন’, বললেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

‘আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন’, বললেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার গঠিত হবে, যা অতীতের সরকারের মতো হবে না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশালে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি অন্তর্বর্তী সরকারের বিষয় নয়। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করলেও, তা অক্ষুণ্ন রেখেই নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের বিষয়ে যেসব অভিযোগ আছে, তা দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। তবে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বরিশালের নদীবন্দর, জেলখাল, পোর্ট রোড ও স্টিমার ঘাট ঘুরে দেখেন। তিনি জানান, নদী ভাঙন প্রতিরোধে এরই মধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া, আগামী অক্টোবর মাসের মধ্যে নৌরুটে প্যাডেলচালিত জাহাজ চলাচল শুরু হবে এবং বরিশালে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলা অনুষ্ঠিত হবে।

এ সময় তার সঙ্গে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *