১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

দেশি বার্তা অনলাইন

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নামার পর বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর তিনি রাজধানীর পূর্বাচল এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে, যেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।

সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।

তারেক রহমানের চলাচলের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে বিশেষ বুলেটপ্রুফ বাস প্রস্তুত রাখা হয়। পুরো সময়জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাএদিকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ এলাকায় ভোর থেকেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। অনেকেই আগের রাত থেকেই সেখানে অবস্থান করেন। মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *