২০২৫-২৬ অর্থবছরের এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, কমেছে বরাদ্দ

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। রোববার (১৮ মে) এনইসির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়, যার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।

তিনি জানান, নতুন অর্থবছরের এডিপি চলতি বছরের তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। তবে পরবর্তীতে তা কিছুটা কমিয়ে আনা হয়েছিল।

এডিপির মোট ২ লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে স্থানীয় উৎস থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বিদেশি প্রকল্প সহায়তা হিসেবে ৮৬ হাজার কোটি টাকা জোগান দেওয়া হবে। এডিপিতে মোট ১,১৪২টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোন খাতে কত বরাদ্দ:

নতুন বাজেটে যেসব খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে, যেখানে ৫৮,৯৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এরপর রয়েছে:

  • বিদ্যুৎ ও জ্বালানি খাতে: ৩২,৩৯২ কোটি টাকা
  • শিক্ষা খাতে: ২৮,৫৫৭ কোটি টাকা
  • গৃহায়ণ খাতে: ২২,৭৭৬ কোটি টাকা
  • স্বাস্থ্য খাতে: ১৮,১৪৮ কোটি টাকা
  • স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৬,৪৭২ কোটি টাকা
  • কৃষি খাতে: ১০,৭৯৫ কোটি টাকা
  • পরিবেশ, জলবায়ু ও পানিসম্পদ: ১০,৬৪১ কোটি টাকা
  • শিল্প ও অর্থনৈতিক সেবা: ৫,০৩৮ কোটি টাকা
  • বিজ্ঞান ও প্রযুক্তি খাতে: ৩,৮৯৪ কোটি টাকা

প্রায় সব খাতেই চলতি বছরের তুলনায় বাজেট কিছুটা কমানো হয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বাজেট কমেছে, যা ইতোমধ্যেই নানা মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এই বাজেটের মাধ্যমে উন্নয়ন ব্যয়ের মাধ্যমে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, পরিবহন ইত্যাদি খাতে অগ্রগতি সাধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বাজেট কমানোর পেছনে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ও বৈশ্বিক চাপ বিবেচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *